বিদ্যের ঢেঁকি অকর্মণ্য কালুবাবু ভাবে,
ফঁন্দি করে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাবে।
সেই কারণেই সর্বত্র ভাষণ ছাড়েন খুব জোরে
ভাববে সবাই বিদ্যের জ্ঞান আছে মাথায় ভোরে।
ওযে ফাঁকা কলসীর বেশি  আওয়াজ,
ঠাঁটেবাটে দেখায় যেন বিদ্যার জাহাজ!
এই কথাটা জানতো না ভুতো;
সরেজমিনে তদন্ত করে জানলো সবই ছুতো।
কি আর করবে এখন মাথায় হাত !
সুযোগে পেলে করবে তাকে  কূপোকাৎ।
বন্ধু হাবু বুদ্ধি দিলে -
আবার কোনো বিতর্ক সভায় ওকেই ডাকো,
তারজন্য আগে ভাগেই তৈরি থেকো,
প্রথমেই তারে বলার জন্য তাতিয়ে দেবে-
সেই সুযোগে সভার মাঝে
প্রশ্নবাণে কাছাখানা খুলে নেবে।
তারপরেতে খোল-করতাল সহযোগে
পাঠাবে পগাড়পারে,
তখন বুঝবে ব্যাটা ব্যাপারটা হাড়ে হাড়ে।
        --------------------
রচনা কাল-- 23/02/2021