অবহেলায় লোকচক্ষুর আড়ালে
বেড়ে ওঠা সবুজ কোনো এক গুলমো লতা
সূর্যের আলোর তাপে
পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছিল।
প্রাকৃতিক পরিবর্তনগুলো মুছড়ে দেয় তার মাথা।
বার বার মাটিতে লুটিয়ে পড়ে
কিন্তু হাল ছাড়েনি কখনো,
পারিপার্শিক বিশাল বৃক্ষের ছায়া
নেমে আসে তার নরম দেহে।
তবুও সে প্রতিকূলতা কাটিয়ে বেড়ে ওঠে আবার।
মিষ্টি রোদের সোনালী হাসি ছড়িয়ে পড়ে
সবুজ মুখ সরল হাসি পাতার ফাঁক দিয়েও উকি দিচ্ছে আকাশের ওই নীলিমার বুকে।
অপ্রতিরোধ্য গতি অদম্য ইচ্ছা টিকে আছে,
টিকে থাকতে হবে অনন্তকাল।
_______________