ভীড় জমছে খেলার মাঠে
ফুঁসছে নকল রাগে
বাঁশি বাজার আগেই দেখি
ফ্লাগ উঠেছে আগে।


কাগজে কলমে বিজ্ঞাপনে সবাই
খেলার জন্য তৈরি,
গুলি আওয়াজ দফায় দফায়
এখন পরস্পর বৈরী।


মনের জগতে যুদ্ধ চলছে
  লক্ষ্য ঐ কেন্দ্রবিন্দু
ব্যাপারটা ভীষণ জটিল অঙ্ক
চাহিদা অথৈ সিন্ধু।


কারোও চোখেও ঘুম নেই
কপালে চিন্তার ভাঁজ,
হাতের মুঠোয়  ক্ষমতা পেলে
দেখাবে লম্ফঝম্প নাচ।


চোদ্দ পুরুষ বসে খাবে
পুড়ছে কত লাস!
টাকার জোরে সামলে নেব
পালোয়ান হবে কৃতদাস।


নতুন সাজে সাজিয়ে দেব
প্রতিশ্রুতি দিলেম আজ।
তোমরা এবার আমায় দেখ
করব দশের কাজ।
--------------------------------------