সবুজ প্রান্তর ঘেঁসে খোলা আকাশের নীচে
দুটিমন ছুঁয়ে যায় হৃদয়ের অনেকটা কাছে।
শুভ্র বলাকা রৌদ্র গায়ে মেখে খোলা আকাশে
পাশাপাশি ঐ অসীম শূন্যতায় মাঝে ওরাও হাসে।
বহু দূরে ছোটো জোনাকির মত মৃদু আলোর যাত্রী
জীবন ডিঙিখানি চলে অথৈ জলের বুকে কত রাত্রি।
যুগান্ত ধরে অবিরত কলকল স্রোতে বারিধারা নামে
তুষার শুভ্র পর্বতমালা হতে শস্যশ্যামলা ধরাধামে।
এখানে সুখ বিশুদ্ধ জল আলো বাতাসে খেলা করে
বিধাতার সর্ব কৃতিত্ব এখানে পরিপূরক খেলাঘরে।


                 ---------------
05/03/2020
বহড়ু, জয়নগর।