স্বপ্ন দেখতেও আজ ক্লান্ত বোধ করি
তাইতো তন্দ্রা আর জাগরণের মাঝে পড়ে রই,
কল্পনা বিলাসী মন ছুঁতে চায় অসময়ের বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্যটি!
বাঁচার জন্য শুধু লড়াই
এই সত্যটুকু ভুলতে চায় মন,
অন্ধকার থেকে আলোর পথে
আসার আনন্দটুকু সুখের!
চড়া আলোতে সুখটুকুও ফ্যাকাসে হয়ে যায়।
খসখসে শুকনো পাতার মর্মর ক্রন্দন ধ্বনি আর
শীতল জলীয় বাতাসে হতাশার সুর হৃদয়ে ভাসে।
ঘুটঘুটে গাঢ় অন্ধকারের মধ্যে থেকে
আলোর পথ খুঁজে পেতে;
মন অস্থিরতায় ছটপটিয়ে ওঠে --
ভীষণ একাকীত্বে।
সুন্দর মুহূর্তগুলো দ্রুত হারিয়ে যায়
সময়ের যাত্রাপথে,
বাতাসের সাথে নিষ্ঠুর বাঁকা হাসিতে।
বিনিদ্র রজনীর শেষে ক্লান্তির ঘুম এসে
আবার হারিয়ে যাই মায়া স্বপ্নের দেশে।


----------------------------
Baharu
26/02/20