ইতিহাসের দ্বন্দ্ব দোলায়
          সাধ আহ্লাদ স্বপ দোলে,
কারুর কাছে চায় না কবি
          চাইলে কিছু পায় না বলে।
জোড় জুলুমের অনেক কিছুই
          পাচ্ছে মানুষ জীবন পথে,
নয়সে পাওয়া সুখের পাওয়া
          জ্বলছে আগুন স্বপ্নরথে।
তোমার জীবন আমার জীবন  
          সব জীবনই ক্ষণস্থায়ী,
দু:খ যারা  সৃষ্টি করে
          এ সংসারে তারাই দায়ী।
স্রষ্টা কে তারা শ্রমের মূল্য
          কৃতজ্ঞতা না দাও যদি,
সৃষ্টি ধারায় অনন্তকাল
          বহিবে যেন রক্ত নদী।
অর্থকষ্ট অসুখ বিসুখ
          জারার জ্বালা দুর্ঘটনা,
রাত্রিদিনই ভয়াল বেশে
          ধ্বংস করে  সব সাধনা ।
কবিরা চায় প্রেমের আলোয়
          মরুর বুকে ফুল ফোটাতে,
ঝড়ঝাপ্টা দুর্যোগেও
          অন্ধকারে দীপ জালাতে।


------------------------------------