কবিতা তুমি আমার কাছে এত প্রিয়  কেন ?
তোমার দেহের অনুপম লালিত্য
আমাকে  কেন ভাবায় ?
মৌন পাহাড়ের নিঃস্তব্ধতার মাঝে,
উচ্ছল নদীর মতো কলকল স্রোতে,
আমি যেন বারে বারে হারিয়ে যাই।
গহন অন্ধকারের কোলে সমুদ্রের বক্ষে,
পাটনী যেমন একাকী ভেসে  চলে,
অজানা কোনো পথে,
তখন আমার এই সুপ্ত মনের দরজাটি খুলে,
কেন তুমি আস সঙ্গোপনে?
আমি তখন গদ্যকে সঙ্গী করি,
তোমাকে শুধুই ভুলবো বলে।
তখন তুমি আস চুপিচুপি,
অদৃশ্য এক সুরের টানে
ঝঙ্কারিত হও মনের কোনে,
তখন আবার নতুন শব্দ রচি
তোমাকে মাল্য পরাব বলে।
--------------------