তোমাকে যে ভালোবাসে
তাকে কষ্ট দিও না,
সারাদিন শত কাজের ফাঁকে
যে তোমার কথা স্বরণ করে
তাকে তুমি কখনও কষ্ট দিও না।
তোমার সবকিছু
ভালো মন্দ সুখ দুখ জড়িয়ে ধরে
সহমর্মিতা হয়ে হাসতে জানে
কান্না মোছাতে জানে
তাকে কখনো কষ্ট দিও না।
গভীর রাতে যখন অসহ্য মাথার
যন্ত্রনায় জ্বরে তুমি যখন ছটপট করো ,
তখন যে ভালোবাসার মানুষটা
তোমার কষ্টের অনুভূতিগুলো
মরমে জাপটে ধরে
অস্থিরতায় খোলা রাতের আকাশের নীচে
পায়চারি করে
প্রতীক্ষায় প্রহর গোনে
কখন ভোরের সূর্য ওঠে
তাকে কখনো তুমি কষ্ট দিও না।
এই প্রিয় মানুষগুলো কখনও
প্রতিদান প্রত্যাশা করে না।
শুধু চায় সহানুভূতি আর ভালোবাসা।
এই বিশ্ব জগৎ সংসারে
এই মিষ্টি মধুর সম্পর্ক গুলো
এতো ঠুনকো নয় যে  
অতি সহজে কাচের গ্লাসের মতো
ভেঙে যাবে ।
হয়তো কখনো ভালোবেসে অভিমানে
তোমা হতে বহু দূরে চলে যাবে।
কিন্তু মুছে ফেলতে পারে না জীবন থেকে
নিষ্ঠুর প্রেম স্মৃতির
হৃদস্পন্দন ধ্বনির সুরটাকে।
______________
রচনাকাল: ১৬ই ডিসেম্বর ২০২১