সুখ বলে-
কতদিন এভাবে নিজেকে বার বার ঠকাবে!
কি এমন মহত্ত্ব আছে, এমন কি দেখাবে?
ধোঁয়া খেতে খেতে কি লাভ তিলে তিলে নিঃস্ব!
জীবন যন্ত্রণা না পেলে কেমনে বুঝবে সুখদৃশ্য।


নেশা বলে-
কত জ্ঞানী গুণী জন বলে আনন্দের এই সুখটান
তুমি কি বুঝবে, নিজেকে ভেবেছ কি পালোয়ান?
নবাবের মত ইজিচেয়ারে বসে দিয়েছ হুঁকোর টান?
সুদৃশ্য পেয়ালায় রঙীন তরলে এক চুমুকেই তুফান!


সুখ বলে-
মনের ভালোতেই যদি শরীর ভালো হত
তাহলে কি ডাক্তার ঔষধের নাম বদলে দিত?
ট্যাবলেট,ক্যাপসুল ছেড়ে, বিড়ি-মদ-গাঁজা লিখত।
কেমিস্ট্- ড্রাগিস্ট এর পরিবর্তে মাদকদ্রব্য পেত।


নেশা বলে-
দেখ ভাই অতশত তথ্য কথা বুঝি না
বিড়ি না বাঁধলে আমার সংসার চলে না।
মদের দোকান না করলে বড়লোক তো হব না।
জর্দা-পানটা না খেলে মাসীমার যে ঘুম আসে না।


সুখ বলে-
বুদ্ধি আর সৎ ইচ্ছা থাকলেই কর্মের অভাব হয় না।
অর্থের নেশায় সুখী কে? মনের সুখ অর্থে আসেনা।
জীবনের সঠিক ভাবনা ঘুমের ব্যাঘাত ঘটায় না।
প্রেম ভালোবাসা ছাড়া  দুনিয়ায় সব মেকী যন্ত্রণা।


----------*******--------
31/10/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর
---‌‌--------------------------