মেঘ না চাইতে জল
      সৌর্ভাগ্যের ফল ;
ঐ কুটিল ষড়যন্ত্রের চক্রে
     জীবন হয় অচল।


আধুনিক সু-শিক্ষার আলোতে
       যথার্থ কর্ম করে,
কুশিক্ষার অতল চোরা স্রোতে
      অসৎ পথটা ধরে।


পরিস্থিতি না বুঝেই মানুষ
       জ্ঞান উজাড় করে
বিপদের সম্মুখীন হলেই তখন
       কজন হাতটা ধরে!


স্বার্থলোভী কতনা মানুষ
     আত্মকর্ম  শুধু করে
পরোপকারীর সংখ্যাটা আজ
      কয়লার মধ্যে হীরে।


পার্থিব উন্নতি বাহ্যিক অর্থে
    হয়তো কিছুটা ভালো
মানবিক উন্নয়নই বাস্তবিক অর্থে
    প্রকৃত জ্ঞানের আলো।


___________