ওরা কারা!
ওদের তোমার কি ঘৃণা কর ?
ওরা প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে
কেমন বুক ফুলিয়ে ধুমপান করে ,
ওরাও অনেকেই শিক্ষিত
ভদ্রলোক বলে পরিচিত!
ওরা চলার পথে
এখানে ওখানে প্রস্রাব করে, থুতু ছেটায়।
ওদের কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই কি!
ওরা চলন্ত বাসে, ট্রেনে
কিম্বা কোনো পাবলিক যানবাহনে যাত্রাকালে
অহেতুক খিস্তি মারে !
ওরা মানুষের মতো হয়ে
অমানুষিক কাজ করে,
ওরা কারা!
ওদের সহ্য করতে পার কি!
ভীষণ ভাবে ঘৃণা কর না কি!
সেদিন সকালে উচ্চ ফ্ল্যাটের ব্যালকনি থেকে কোনো এক অবিবেচক
পলিথিন ব্যাগ ভরে
কত আবর্জনা রাস্তায় ছুঁড়ে ফ্যালে।
ওরা নিজের ঘরকে বাহ্যিক অর্থে
পরিষ্কার রাখলেও
বহির্জগতকে কলুষিত করে
আপন চিত্তকে স্বার্থপর করে না কি!
ওরা এই সমাজে থেকেও
সমাজকে জঞ্জাল মুক্ত করে না!
ওদের  এই অপ্রবিত্র কর্মকে  কখনও  ঘৃণা করেছো কি?
এই পোষাকী মানুষ আমরা  একে অপরের প্রতিবেশি।
আমরা কেমন উদাসীনভাবে
সহবস্থান করি!
এইরূপ কত ক্ষুদ্রাতিক্ষুদ্র অপকর্মের সাক্ষী আমরা সবাই!
কখনও কি মনে হয় এ এক সামাজিক ব্যাধি।

ভয়ঙ্কর মানবিক দূষণে কলুষিত মন, নিমজ্জিত যুবসমাজ।
    
      ################
রচনাকাল: 17/03/2021
বহড়ু জয়নগর।