মানুষই অনন্য
বিশ্বরুপ ( বিশ্বজিৎ মারিক )
==================
পৃথিবীর প্রত্যেকটা মানুষই Unique,
তার ভাবনাগুলি তার মতোই।
সবাই যা পারে, আমাকেও তা-ই পারতে হবে, এমন কিছুতো নয়।
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে
নিজেকে প্রমান করতে হবে কেন?
আমাদের সমস্যাটা ওখানেই।
আমাদের প্রত্যেক ঘরেঘরে
Toppers আর Rankers চাই।
সবাইকেই ডাক্তার, Engineer, ব্যারিস্টার,
ম্যাজিস্ট্রেট...... হতেই হবে !!
আঙ্গুলকে টেনে লম্বা করতেই হবে,
সে যেভাবেই হোক......
দরকার হলে আঙ্গুল যদি ভেঙ্গে যায়,
যাক না কেন !!!
একটা কথা মনে রাখতে হবে
পৃথিবীতে সবাই জিনিয়াস,
কিন্তু যদি একটি মাছকে
তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে
বিচার করেন,
তবে সে সারাজীবন নিজেকে
অপদার্থই ভেবে যাবে।
এটা বংশপরম্পরায় রক্তের মধ্যে
অস্থি মজ্জায় মিশে আছে।
যেটা অত্যন্ত বাস্তব প্রতিফলন।


==================


28/11/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।