মারো ছক্কা
কলমে-----বিশ্বজিৎ


(১ )
একি হলো তলে তলে
দেশটা ডুবছে রসাতলে
মানুষকে কখন ছাগলও বলে!
গরীব তোষণ জাঁতাকলে।


(২)
ধান ভানতে শিবের গীত
গাঁজাখোরেও গায় রবীন্দ্রসংগীত!
দশের লাঠি একের বোঝা
মানুষকে বোকা বানানো সোজা।


(৩)
শিক্ষা সংস্কৃতি শিকেয় তুলে!
লোকের ভালো হবে বলে,
পাচ্ছে মানুষ কত কাজ
উন্নয়নের জোয়ারে আজ!


(৪)
তোমাকে আমরা করেছি নেতা
তুমিই মোদের রক্ষা কর্তা!
আশায় আশায় চুল পেকে যায়
মরলে নাকি শান্তি পায়!


(৫)
আমরা দেশের স্বাধীন ছেলে
নম্র ভদ্র কথার ছলে,
তেলা মাথায় তেল ঢেলে
একবার ক্ষমতা হাতে পেলে।


(৬)
গরীব আর থাকবে না কেউ  
সবাই পাবে কাজ
চলো সবাই গড়ের মাঠে
মিটিং হবে আজ।


১৯|১১|২০২০
বহড়ু, জয়নগর।