আরও একটা নতুন জীবন্ত সকালে,
একঘেয়েমি টিপ টিপ করে পড়ছে বৃষ্টি,
আলস্য জড়ানো শিথিল দেহে
আঁখির পাতাটি বড়ই বেসামাল।


অনিচ্ছা মনে চেয়ে দেখি মেঘের গর্জন,
মনে পড়ে বাঁধাধরা বাধ্য রুটিন ।
যন্ত্রের টানে যন্ত্রের মত
মোরা একই পথে নিত্য করি গমন ।


বেড়ার ধারেতে বাঁধা ধেনুটিকে
দেখি তৃণ চবর্ণ করছে আপন মনে,
সৃক্ত বসনে আজও ঐ গ্রামের বধূটি
কর্দমাক্ত মেঠো পথে ফিরছে গাগরী কাঁখে।


খোলা আকাশের নীচে ধূ ধূ প্রান্তরে,
টিপ টিপ বারি পড়ছে দেহে;
নির্বিকার মনে জলভরা মাঠে-
বীজতলা রোপণ পর্ব চলছে মেহনতি মানুষের ।


শ্রমজীবী মানুষ শ্রম বেচিতে শহরের অভিমুখে,
কাকভোরে তারা রওনা দিয়েছে
ছাপোষা পোড়া পেটের  দায়ে,
আজি বর্ষণঘন মেঘলা আকাশ ফ্যাকাসে রোদ্দুরে।


          ****************