ঘন কুয়াশায় ঢেকেছে জীবন
ধরণীর শীতল বুক।
ভোরের সকালে স্নিগ্ধ শিশিরে
সিক্ত কচি মুখ।।


মেহনতি চাষীর শ্রমের ঘাম
অশ্রু হয়ে ঝরে!
ঋণের দায়ে বাঁচার ইচ্ছে
অকালেই কেন মরে!!


পরিশ্রমী পায় না মূল্য
পায়না জীবনের দাম।
ব্যর্থ হয় সকল প্রচেষ্টা
পদদলিত ওদেরই ঘাম।।


আর কতকাল এমন করে
বহিবে অশ্রু নদী।
শ্রমের বিনিময়ে সঠিক মূল্য
পেত ওরা যদি।।


ওরাই সবার অন্ন দাতা
ওরাই বাঁচায় প্রাণ।
ক্ষমতা আর অর্থ দম্ভে
পায়না কেন মান!!


************
10/12/2020
বহড়ু, জয়নগর, দক্ষিণ ২৪পরগনা