মেলা
বিশ্বরুপ


অনেকটা গ্রাম্য পথ হেঁটে পেরিয়ে
নদী নালা বনানী  সবুজ ঘাসের মাঠ ছাড়িয়ে।
বসেছে সেথায়  সাজিয়ে পসরা কত মানুষজন
মনের আনন্দে নিজ নিজ সাজে চলেছে ওরা  কোন জন?
রাম ও রহিম বন্ধু যে ওরা একই পাঠশালাতে পড়ে,
হাতে হাত রেখে পথ পেরিয়ে এসেছে মেলার ভীড়ে।
হাজার মানুষের ভীড়ে জমায়েত হয় নানা ধর্মের ফেরিওয়ালা,
কেনাবেচা চলে অল্প কয়দিনের স্মরণীয় শুধুই মেলা।
অন্তীম দিনে ফিরে আসে তারা যে যার আপন ঘরে,
খুশির বন্যায় বেশ ভালো কাটে স্মৃতিটুকু স্মরণ করে।
এই গ্রামগঞ্জের মেলা উৎসব হল সামাজিক বন্ধন,
দুঃখের মাঝেও বাঙালির ঘরে বারো মাসে তেরো পার্বণ।
==================
02/02/2020
বহড়ু