ভীষণ দুশ্চিন্তা আর উদ্দেগে
একটি একটি করে রাত্রি জাগরণ ।
বুকের মধ্যে মহা সমুদ্রের মতো
অপরিসীম ক্রন্দনের জমাট মেঘ,
সান্ত্বনা শুধুই হতাশা আর অজানা আতঙ্ক।
স্বার্থপরতার অদৃশ্য মায়া জালে
সবই কেমন ধোঁয়াশা!
গভীর অন্ধকারে হারিয়ে গিয়ে-
সম্পর্কগুলো মিথ্যার হাসি হাসে!
বিশ্বাসী হাতগুলি অজুহাত দেখিয়ে
কেমন এড়িয়ে যায়।
কখনও মনে হয়-
সততার পাহাড় ঠেলে
অসৎ এর হিংস্র তলোয়ারে
সবকিছু ধ্বংস করি।
নিষ্ঠুর জ্ঞানের বাস্তবতার মুখোমুখি
বিবেক হোঁচোট খায় বার বার।
স্নেহ, প্রীতি ও ভালোবাসা এই শব্দগুলো
ব্যঙ্গ বিদ্রুপে ফেটে পড়ে-
উপরের সূক্ষ্ম আভরণ সরে গেলে।
প্রতিদান কিম্বা প্রত্যাশা পূরণে
ঘার্তি প্রকটতর হলে
সম্পর্কগুলো বালির বাঁধের মতো
ভেঙে তছনছ হয়ে যায়!
কিন্তু কেন?
হৃদয়টা কি তুচ্ছ কাঁচের পাত্রসম!
একাকীত্ব নিসংঙ্গের জীবন
হয়তো মন্দের ভালো।
---------------------------------
05/07/2021