তুমি এসেছিলে একদিন মনের অজান্তে,
আমার এ স্বপের দুয়ারের প্রান্তে।
শিউলি ফুলের সৌরভে মত
গোধূলির আলোকে ছড়িয়েছ যত।
শুধু একটুখানি সুখ পেতে
বহু দূরে চলে যায় মন মুহুর্তে।
আঁখির পাতায় গভীর স্বপ্ন এঁকে
ভাবনার এই ছোট্ট ডিঙিখানি চলে এঁকে বেঁকে।
সুদুর আফ্রিকার গভীর  অরণ্যের বুক চিরে,
বেদুইন মন আনন্দ খুজে বেড়ায় সুখ পাখির নীড়ে।
অশান্ত মন ভেসে বেড়ায় একান্ত নির্জনেতে
সুদুর আফ্রিকার গভীর অরণ্য হতে।
রাজস্থানের ধূষর মরুর বুকে
হৃদয় কে বিদীর্ণ করে নিষ্ঠুর পাথরে মাথা ঠুকে।
অসমাপ্ত অতীত ইতিহাস সূত্র খুঁজে বেড়াই
প্রাচীন ফলকের অসপষ্ট ভাস্কর্যের কীর্তিতেই।
রহস্যময় গভীর অরণ্যের বাতাসে
হৃদয়কে বিদীর্ণ করে পাথরেও প্রতিবিম্ব হাসে।
স্বপ্নের সুখ পাখি কখন উড়ে যায় বাতাসেই
তুমি এসেছিলে একদিন মনের অজান্তেই ।


------------*******------------