মনের মতো


আমি আমার মনের মতো
একজন মানুষকে চাই
উচ্চ শিক্ষিত ভালো চাকুরি
এমনটা চায় সবাই।
কিন্তু আমি তো তেমন চাই না।
আমি চাই -
জোৎস্নারাতে সবাই যখন
ঘুমিয়ে পড়বে
তখন আমার মনের মানুষ
পাশে বসে জোৎস্নার সমুদ্রে
কল্পনার ডিঙি বেয়ে
ঘন কালো রাতের সৌন্দর্য উপভোগ করবে একসাথে!
আমার চোখে দৃষ্টিতে তাকিয়ে
বুঝতে পারবে আমার মনের না বলা কথা।
কখনও যদি তার কথা ভাবতে ভাবতে
রুটিটা পুড়িয়ে ফেলি
কিম্বা তরকারিতে বেশি লবণ দিয়ে ফেললেও
একটি বারও বিরক্তি প্রকাশ না করেও-
আনন্দে খেয়ে নেবে।
আমি রাত জেগে বই পড়লে,
আলোটা নিভিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবে।
অনেক রাত পর্যন্ত না খেয়ে তার  অপেক্ষা করে বসে থাকলে আমাকে কৃত্রিম ধমকের সুরে খেয়ে নেওয়ার কথা বলবে।
অথচ আমি যে না খেয়ে তার অপেক্ষায় থাকবো এটা সে উপলব্ধি করবে।
আমি নামকরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিম্বা সমাজের খ্যাতিমান কোনো ব্যক্তির স্ত্রী হতে চাই না যে প্রতিদিনের অধিকাংশ সময় ব্যস্ত থাকবে অর্থের নেশায়,  
বুঁদ হয়ে থাকবে কর্ম জগতের পাহাড়ে।
আমার মনের কষ্ট যন্ত্রণাকে শুধুই প্রাচুর্যে ভরিয়ে রাখবে!
এমন মানুষের জীবন সঙ্গীনী আমি হতে চাই না কখনও।
বেঁচে থাকার জন্য জানি
খাদ্য বস্ত্র ও উপযুক্ত বাসস্থানের প্রয়োজন!
কিন্তু তা প্রয়োজনের এতটুকু অতিরিক্ত আমি চাই না।
আমি নিপাট সাদা মাটা ভালোবাসা কাঙাল যে শুধুই আমাকেই ভালোবাসবে!
এমন মানুষ আমি চাই ভীষণ ভাবে চাই।
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘