ভাবনার সাগরে ভেসে যেতে মন চায়
জীবনের প্রতিটি অধ্যায় স্মৃতি থেকে যায়।
কর্মচ্ঞ্চল জীবন কখনও ক্ষুদ্র কীটের মতো
মৃদু আলোর স্পর্শে নিজেকে করি অবগত।
বেপরোয়া হতে চায় ক্ষণিকের অতিথি অবুঝ মন  
কুসুম সৌরভে বুঁদ হয়ে থাকতে চায় অনুক্ষণ।
স্থবিরের মতো হতাশার সাগর সেতো পরিত্যক্ত আবর্জনা!
ষড়ঋতুর বৈষম্যের মাঝে দেখি আলোর সূচনা।
জানি সব কিছু মুছে যাবে একদিন নতুনের ছাঁচে
বিলীন হবে পরিত্যক্ত শব ঐ পুরাতনী জমা খরচে।
    ---------------------------
01/02/2021
বহড়ু