নির্বোধ গাধার দল সহস্র বছরের খিদে নিয়ে
মাটিতে গায়ের রক্ত জল করে মিশিয়ে দেয়।
প্রতিবাদের ভাষা তপ্ত চোরা বালুর চরে
পথ হারায়।
সকাল হতে সন্ধ্যায় বিকোয় মাথার দাম।
শ্রম চুরি করে বিক্রি করে শহরের ঝকঝকে রাজপথে।
ভারী ভারী ভুতের বোঝা বহিছে মুর্খের দল অনন্তকাল।
নিজেদের মূল্য নিজেরাই বোঝেনা-
নত মস্তকে মুখ গুঁজে পড়ে থাকে চিরকাল।
ওদের জীবনে সূর্যের রঙ ফিকে !
টগবগিয়ে ছোটে দুরন্ত ঘোড়ার দল,
চোখের সামনে ধূলো উড়িয়ে চলে যায়,
কুটনৈতিক বুদ্ধির জোরে মনিবকে নাচায়,
টেনে নিয়ে যায় রেশের মাঠে জুয়া খেলায়।
ওরে অবুঝ মুর্খের দল চোখ খুলে দেখ,
সাহস করে দেখাতো দেখি একবার বাঁদর নাচ।
সকল বাঁধার পাহাড় পেরিয়ে,
বিভেদের বেড়া ছিন্ন করে,
ভাঙরে তোরা আপন মনের লাজ।
মনের যত প্রতিবন্ধকতা তছনছ করে
ভেঙে ফেলরে সব আজ।
_____________