জমে উঠেছে ভালোই তাসের আড্ডাটা
এই বস আমাকে একটু কম করে
লাস্ট পেগটা দাও।
ওহে দোস্ত ডর মাত্ ইতনা জলদি তুম আউট হো গিয়া,
আর একটু খাও।
পাড়ার ঐ বখাটে ছেলে টা
গুটখা, তেরেঙ্গা, ও খয়নী খায় এটা ওটা ।
জমে উঠেছে ভালোই তাসের আড্ডাটা।
কালীপুজোর রাত ,
আলোর রোসনাই,বাজি ফাটছে সারা রাত
হচ্ছে কত খেলা ।
চলছে এখানে  ওখানে গাঁজা সাট্টা জুয়াড়ির মেলা ।
শহরের রাজপথে অলিতে গলিতে  সবত্র কত প্রলোভনের নেশা ফাঁদ পাতা আছে ।
হুইসকী আর সিগারেটের ধোঁয়ায়
পার্কে তাসের  আড্ডাটা জমে উঠেছে ।
মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে ভয়ঙ্কর নেশার
ছোবলে ।
যুক্তিবাদী চিন্তা চেতনাও হারিয়ে যাচ্ছে ভয়ঙ্কর নেশার   টানে ।
অর্থলোলুপতার নেশায় বুঁদ হয়ে  যাওয়া মানুষগুলো ভুলে গেছে আত্মার আত্মীয় কে।
সম্পর্কগুলো ছোট হতে হতে
বয়স্ক পিতামাতার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে।
সোনার বাংলার প্রেমপ্রীতি আটকে আছে ক্যালেন্ডারের ছুটির পাতায় ।
সবুজ অরণ্যসম্পদ কে
ধ্বংস করছে অর্থসম্পদের নেশায় ।
বিনোদনের ঝুলবারানদায় শোভাবর্ধন করছে রঙবাহারি হাসনুহানায়।
সুস্থ বাতাস বিশুদ্ধ জল প্রকৃতির থেকে ছিনিয়ে নিয়ে আজ বন্দি খাঁচায় ।
কজন মানুষ বলছে আজ
গাছ লাগানো শখ কিম্বা নেশা ।


*****************