হাঁদু নামে পাড়ার এক বকাটে ছেলে
খুনের দায়ে গিয়েছে কতবার জেলে!
পাড়ার চায়ের দোকানে
আড্ডা এখানে ওখানে
জুয়া খেলাতে তার জুড়ি খুব কমই মেলে!


একদা দর্পভরে হাত ঊঁচিয়ে বললে হাঁদু
আজকে দেখাব তোদের ভয়ঙ্কর এক জাদু।
অবাক বিস্ময়ে
তাকিয়ে নির্ভয়ে
রক্ত রাঙা ছুরি হাতে কায়দা করে শুধু।


সবাই সমস্বরে চিৎকার করে বলে-
কি এমন কায়দা দেখাও তাহলে!
হাঁদুর মাথায় হাত
হটাৎ যেন বজ্রপাত,
ফাঁকা আওয়াজে এভাবে কদিন চলে!


হাঁদুর মাথায় ভীষণ দুষ্টু বুদ্ধিতে ভরা
সুযোগ পেলেই মেজাজে পারদ চড়া,
মিথ্যা কথার ফুলঝুড়ি .  
সঞ্চয় তার ভুরি ভুরি ।
যেন সবাই তার ইশারায় করে নড়াচড়া।


এমনই কত হাঁদুর মতো আছে পাড়ার দাদা
নেতার ইশারায় নাচে আর ছেটায় শুধু কাদা।
এরা বুক ফুলিয়ে চলে
এদের বন্দুক কথা বলে,
এই নরখাদকের দল নেতার কেনা গোলাম সর্বদা।
          -----------------------------
সম্পূর্ণ কাল্পনিক ঘটনা অবলম্বনে লেখা কবিতাটি
03/03/2021