নিজেকে পাল্টাও একবার


কলমে________বিশ্বজিৎ
মারিক


মাটির নির্যাসে দেহ নির্মাণ
জীবন্ত এক কারাগার!
স্বর্গ নরক মক্কা মদিনা
এই দেহেই সমাহার।
ধূসর মাটির কঠিন স্তরে
সঞ্চিত থাকে হীরে,
জীবন পুড়েই খাঁটি সোনা
রত্ন হৃদয় সাগরে।
দেহের পুষ্টি অন্ন জলে
জীবন বাতি চালনা
মনের পুষ্টি প্রেমের আলোয়
বিলিয়ে দিয়েই সান্ত্বনা।
রাত পোহালেই নতুন সকাল
মুছিবে যত অন্ধকার,
আধুনিকতার স্রোতে সমাজ পাল্টায়
নিজেকে পাল্টাও একবার।
----------------------


রচনাকাল: 23/11/2021
Baharu. Joynagar.