নিরব যুদ্ধ চলছে হৃদয়ের অলিন্দে
নিশ্বাস ভারী প্রতিটি প্রাণে দিন কাটে না আনন্দে।
ভালো আছি এই শব্দটা কেমন মেকি
লড়াই চলছে অন্তর বাহিরে যেন সতর্ক থাকি!
হতাশার ছাপ চোখে মুখে অজানা আতঙ্কে বসে আছে মুখোমুখি।
রাতে অন্ধকারে ওরা কারা চোরা স্রোতে গভীর খনন ব্যস্ত দেখি!
অভুক্ত বিকোলাঙ্গ ভয়ঙ্কর মন
গরল সুরাকে করছে ব্যর্থতায় একান্ত  আপন!
শত শত বিয়োগ যন্ত্রনার অনলে
পুড়ছে জীবন সংগ্রাম।
হারিয়ে যায় অতীত

শক্ত হাতে সৎ নির্ভিক পাটনী
ধরে যদি হাল!
তবেই জাগবে অসুস্থ মানসিকতার পরিবর্তন
আসবে নতুন সকাল।


   ---------------------