সুন্দর একটা নতুন দিন
প্রত্যাশা করেছি,
সেই সবুজ মাঠ, সতেজ প্রান,
প্রাণোচ্ছল হাসি, সরল প্রান
কোথায় কোন অন্ধকারে
ধূলা বালির নিচে
ঘুমিয়ে আছে।
সূক্ষ্ম আভরণে ঢাকা,
মানুষের স্নায়ু মধ্যে থেকে
বেরিয়ে আসছে চাপা আর্তনাদে,
ওকে আলো দেখাও।
ও যে তোমাদের জন্য
নতুন একটা স্বপ্ন,
নতুন একটা সৃষ্টি ।
ও যে তোমাদের ঘরের
দলিত মানুষের তেজদীপ্ত কন্ঠ ।
উদ্দাম জলস্রোতের মত বিদুৎ রেখা
স্বপ্ন পূরণের বিজয় টিকা ।


* * * * * * * * * * *