পথিক তুমি পথপাশে একেলা
কেন বসে আছো?
মলিন মুখবদনে চেয়ে।
দিবস অন্তীমে সন্ধ্যা ঘনায়,
বনপথে নেমে আসে গভীর অন্ধকার,
পথিক তুমি এখনও পড়ে আছ!
পথপাশে উদাস নয়নে চেয়ে!
পথ নির্জন, ঝরিছে বারিধারা
পথিকের নাইকো মনে দোলা!
পথিক তুমি কেন?
কেন বসে আছ অশ্রুহীন নয়নে
অবাক বিস্ময়ে চেয়ে!
সবাই আপনার কাজে চলেছে অবিরত
তাদের চোখে মুখে নাহিকো বিস্ময়!
গাছ পাখি ফুল ফল তাকিয়ে যেমনটা দেখে
সবাই তোমাকে তেমনিই দেখে
ভ্রুক্ষেপ নেই তাতে!
পথিক তুমি নিরবে বসে আছ,
যদিও অভুক্ত কলেবর!
দেখি তোমার ক্লান্তিবিহীন চোখ!
যে চোখে অনন্ত জিজ্ঞাসা ছিল একদিন।
সময় পরিস্থিতির ফলে দুর্ভাগ্যের কালো ছায়া
ঘনিয়েছে পথিকের জীবনে।
পথিক তুমি আজীবন কাল ধরে
কার বিষ নিঃশ্বাসে ছোবলে
পড়ে আছো এই নির্মম সমাজের পদতলে!!


*********  **********