পৃথিবীর যন্ত্রণা
     ---বিশ্বরুপ


এই তোমরা কি আমার কথা
কেউকি শুনতে পাচ্ছ?
হাজার বছরের সঞ্চিত যন্ত্রণা
বুকে বহন করছি!


আমার শরীরে কোথায়ও উষ্ণতা
কোথায়ও সঞ্চিত শীতলতা
নিরবে নিঃশব্দে নর পশুদের
সহেছি সকল নির্মমতা।


এই তোমরা আমার কথা
কেউ কি শুনতে পাচ্ছ?
সবুজ তরুলতা আমাকে ভালোবাসে
আমারই নির্যাসে বাঁচে।


ওদের আছে নীরব কৃতজ্ঞতা
কোটি বছর ধরে
তাইতো প্রকৃতি প্রাণবন্ত আছে
প্রতিটি জীবের তরে।


ওই নরাধমকে যেদিন হতে
দিয়েছিলাম বুকে ঠাঁই  
ভয়ঙ্কর তাণ্ডবে করেছে ধূলিসাত্
দেহখানি ক্ষতবিক্ষত তাই।


এই সর্ব পাপের বোঝা
আমারই নিথর বুকে
বারে বারে রক্তাক্ত করেছো
দিয়েছো পেরেক ঠুকে।


তোমরা কি শুনতে পাচ্ছ?
পরিশ্রান্ত বাতাসের কান্না
নীড়হারা পাখির কম্পিত আর্তনাদে
বিধাতাকেই করে প্রার্থনা।


হিসাব মেটাতে বাধ্য তুমি
আসবে সেই দিন-
আছেকি তোমার ফিরিয়ে দেবে?
সবইতো করেছো ৠণ।


*************
18/06/2020
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর।