তীব্র বাঁশি বাজিয়ে ট্রেনটা এসে থামে,
ছোট্ট একটি স্থানে, নামটি তার প্লাটফর্ম ।
যাত্রী নামে আর ওঠে বিরামহীন গতিতে।
একে একে সবাই এগিয়ে চলে লক্ষ্যস্থলে,
যাবে সেই কর্মস্থলে, কর্মব্যাস্থতার প্লাটফর্মে।
এই মহাশূন্যের কত না প্লাটফর্ম চারিপাশে ।
মানবের হাতে গড়া এই সমাজ,
এটাও তো একটা সচল প্লাটফর্ম ।
যার যাত্রারম্ভ কোন এক জন্মলগ্নে,
সমাপ্তি তার নষ্মরদেহের অবলুপ্তিতে।
অথচ জীবনের ট্রেনটি চলার পথে রেকর্ডের খাতায়,
যাত্রীর সঠিক পথের সন্ধান দিয়েছে কি?
যৌবন আর বার্ধক্যের মাঝে যতটুকু পথ,
নবজীবনের জন্য রক্তাক্ত করেছে কি?
প্লাটফর্ম আজও পড়ে আছে তেমনিই,
যোগ্য সংস্কারকের পদস্খলনের অপেক্ষায়।
--------------------------------------