পঞ্চ নেশা
--------------


খৈনি


হাতের তালুতে পেষণ যন্ত্র
জীবন সুধার মারণ মন্ত্র।
চাপড় মেড়েই ধূলা ওড়ায়  
মন মাতাল মস্তিষ্কের দোলায়।


মদ


জমিয়ে আড্ডা বসায় আসর
তরল সুধায় মারণ কামড়।
সুখে দুঃখেও জীবন বসন্ত
কারণ সুধায় বাঙালির অন্ত।


গাঁজা


অলিতে গলিতে টানছে বসে
পাখির মতো ভাসবে বাতাসে।
তুচ্ছ জীবন কি যায় আসে
হাতের মুঠোয় পৃথিবী ভাসে!


বিড়ি


এই বাঙালি ধারে কাছে  
পোড়ায় টাকা কজন আছে।
ক্ষুদ্র শিল্প ঘরে ঘরে
এই বাঙালি খেয়েই মরে।


টাকা

পরের মাথায় হাত বুলিয়ে
ভাঙবে কাঁঠাল দাঁত কেলিয়ে।
বাঙালির বুদ্ধি সুপ্ত গুপ্তধন
তেল তোয়াজে চলে যতক্ষণ।


কলমে-------বিশ্বজিৎ


বহড়ু
রচনাকাল- 03/02/2021
11am.