তোমার পরিচয়
কোনো ধনীর সন্তান  নয়!
তোমার পরিচয়
কোনো গরীব সন্তান  নয়!
তোমার একমাত্র পরিচয়
তুমি শুধুই মানুষ।
তোমার পরিচয়
সাজ সজ্জায় নয়,
তোমার পরিচয়
বাহ্যিক আভরণে নয়,
তোমার পরিচয় শুধুমাত্র
তোমার ব্যবহারে।
তোমার পরিচয়
সুখের দিনে নয়,
তোমার পরিচয় একমাত্র
দুঃখের দিনে।
তোমার পরিচয়
মুখের ভাষণে নয়,
তোমার পরিচয় ভদ্র আচরণে।
তোমার পরিচয়
কখনও পশুর মতো নয়!
তোমার পরিচয় যেন
যথার্থ মানুষের মতো হয়।
তোমার পরিচয়
আপন স্বার্থে নয়,
তোমার পরিচয় পরহিতার্থে।
তোমার পরিচয়
ধর্ম-বর্ণ -জাত দ্বারা
তোমার পরিচয় নয়,
তোমার পরিচয়
একমাত্র মনুষ্যত্বে।
-------------------------
০৭৷১১৷২০২০
বহড়ু, জয়নগর