সব কিছু ঠিকঠাক সঠিক পরিমাণ মতো,  
একটু বেহিসাবি হলেই  বিপত্তি যতো।
যাকে বলে মনের মত সব কিছু হওয়া চাই
একটু আধটু ত্রুটি তাতে কোনো ভ্রুক্ষেপই নাই।
বাহ্যিক আড়ম্বরে খুবই চাকচিক্য !  
ভিতরটা অন্তঃসারশূন্যে ভরে কটুবাক্য।
ছলনা ও অভিনয়ে তুখোড় হলে তো কথাই নাই।
ঠোঁটের ফাঁকে কিন্তু মিষ্টি হাসিটা সর্বদা থাকা চাই।
কথাবার্তায় আধুনিকতার ছোঁয়ায়  মন ভোলায়;
নেশাটা একসাথে না করলে বন্ধুত্ব কি মানায়!
সমালোচনা আর বাগ্মিতায় এ জাতির অনেক খ্যাতি!
পুরানো কাসুন্দি ঘেঁটে একে অপরের নিন্দায় সরব  অতি!
অনুকরণ আর দাসত্বের শক্ত চামড়ার চাদরে ঢাকা  
একোন জাতিকে প্রত্যক্ষ করি সমাজ চিত্রপটে আঁকা।


          ************