প্রাণ আছে বলে
        বটপাতাটির বুকে
গুটিপোকাটি গুটি গুটি পায়ে হাঁটছে,
        জীবন যুদ্ধে সেও
কিছুটা লড়াই করছে।


প্রাণ আছে বলে
        জলের মধ্যেও
কিছু প্রানী যে বাঁচে
      একাগ্র দৃষ্টিতে ডাঙায় দাঁড়িয়ে
জেলেনী বর্শা নিয়ে আঁচে।


প্রাণ আছে বলে
      রক্তাক্ত যে দেহ পড়ে আছে,
ফুটপাত তার বাড়ি
       শহরে পথে ধাক্কা মেরেছে
ঐ যে মার্সিডিজ গাড়ি।


প্রাণ আছে বলে
       মাথার উপর খোলা আকাশ
নীচে নিঃসঙ্গ শূন্যতা
    এখনও দেহতে প্রাণ আছেরে
ওঠার নাই কোনো ক্ষমতা।


প্রাণ আছে বলে
       মাছরাঙাটি কেমন চুপটি করে
ঝিলের ধারে একা,
       মৃত্যুদূত দৃষ্টি ফেলেছে
মৎসরাজ কি বোকা!


প্রাণ আছে বলে
    পুরনো তানপুরাটা
ধরেছে সুরের টান
      সুর নেই তবুও ছেলেটা
   গাইছে বেসুরো গান।


প্রাণ আছে বলে
    ঐ দুঃখিনী মেয়েটার গানে
আছে যেটুকু প্রাণ
  সুযোগ এসেছে তার জীবনেও
  রাখতে আপন মান।


প্রাণ আছে বলে
      ভাবনাও আসে
ছোট্ট মাথার খুলিতে
     রক্তদিয়ে এ কোন স্বাধীনতা?
এসেছে ভূ-ভারতে!


প্রাণ আছে বলে
      কে বলবে আবার
মাথা উঁচু করে দাঁড়িয়ে
     জয়হিন্দ ধ্বনিকে নতুন করে
আকাশ বাতাস ছড়িয়ে।


--------******--------
30/10/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা,জয়নগর।