তুমি ঠিক আগের মতনএকই আছো,
পরিত্যক্ত মরচে ঢাকা
নাটকীয় প্রেমের পুরাতনী আস্তরণ।
আমফান ঝড়ের প্রবল তাণ্ডবে
পারেনি হারাতে তোমার অহংকারী মনটাকে।
এলোমেলো বৃষ্টিস্নানে তোমার অবয়ব সপসপে ভিজে,
হয়ে উঠেছো অপরুপ জলপরি!
আমার পর্ণকুটির ঠিক আগের  মতোই ।
অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ছলাৎ ছলাৎ শব্দে,
ভারী বুটের আওয়াজ,
গভীর অন্ধকারে
বৃষ্টি ভেজা রাতে ওরা খুঁজে লাশ!
তোমার অপূর্নতা থেকে যায়;
টপ টপ ফোঁটা বৃষ্টির জল ঝরে টিনের চালের ফুটো থেকে ।
রাত্রি গভীর ,খঞ্জনির আওয়াজের মতো  
ঝিঝি পোকাগুলো একনাগাড়ে ডাকছে!
কেরোসিন তেলের বাতিটা
লম্বা সরু হয়ে এখনও জ্বলছে।
কিছু বাদল পোকার দল বাতিটার উপর উষ্মার আস্ফালন প্রকাশ করছে,
আলোটা নেভানোর জন্য কি আপ্রাণ চেষ্টা!
নিয়তির কি নিষ্ঠুর পরিহাস!
ওদের জীবনে আলো টাই যেন প্রতিবন্ধকতা।
এমনই মুহূর্তে হয়তো তুমি শুয়ে আছো সুদৃশ্য রাজপ্রাসাদের নরম বিছানায়!
বৈদ্যুতিক নীল জিরো পাওয়ারের আলোয় তোমার পৃথিবীটা হয়ে উঠেছে কত মায়াবিনী!
আমার ভাঙা জানলার ফাঁক দিয়ে
জ্যোৎস্নার আধফালি চাঁদ উঁকি দিয়ে জানান দেয়
আমি তোমায় কত প্রিয়।
   ---------------------