আবার নিজের পায়ে দাঁড়িয়ে
মাথা উঁচু করে
আকাশের সীমানায় সবুজ দিগন্তে
চেয়ে দেখো প্রাণভরে।
অজস্র পাখি উড়ে যায়
আলোর আনন্দে ভাসে
তুচ্ছ ক্ষণিক জীবনের স্বপ্ন
আঁকড়ে ধরে ভালোবেসে,
মুহূর্তের কোলাহলে প্রবল ইচ্ছাগুলো
ছটপট করে হতাশায়।
আরও একটি নতুন রাত
জন্ম দেয় নতুন প্রভাত।
পিছনের অতীত ধোঁয়াশায় ঢাকা
স্বপ্ন নিয়ে জনবহুল পথে যখন তুমি একা।
ভোরের চড়ুই পাখি তুচ্ছ জীবনে
আঁকড়ে ধরে ভালোবাসে।
কুয়াশায় ঢাকা শীতের
উষ্ণতার পরশ বুলায় তোমার অট্টালিকার কার্নিশে।
   ________________