প্রিয়া তুমি কি ঘুমিয়ে পড়লে
কথা ছিল
সারারাত জেগে তোমার চোখে
স্বপ্নের কবিতা লিখব।
কিন্তূ নাসিকা গর্জনে
সব কিছু তজনজ করে দিলে।
যৌবনে তোমার গায়ের গন্ধ
ছিল সুগন্ধ ফুলের মতো।
গভীর ঘুমে আমার কল্পনাবিলাসী মন
শুকনো বাসি ফুলের মতো
অসহ্য হয়ে পড়েছে ভীষণ।
অবশেষে নিশাচারের ডাক  
শুনতে শুনতে আমিও
নিদ্রার সমুদ্রে ডুবে গেলাম।
---------------------
বহড়ু জয়নগর।