প্রিয় বরেণ্য নেতাজি
************
  *********
     *****


প্রিয় নেতাজি তোমাকে স্বরণ করে শুধুই শ্রদ্ধা জানানোর ভাষা আমার কবিতায় আসে না।
কারণ তুমি তো মানুষের রুপে ভগবান।
তোমার আদর্শ বুকের মাঝে জেগে আছে,
তুমি তো কোটি বাঙালির অহংকার, সম্মান।
তোমাকে ভুলিতে পারার স্পর্ধা কার !
তোমার তুলনা তুমি নিজে,
পৃথিবীর মানুষ তোমাকে জানে
যুগে যুগে যত মহা মানুষ এই ধরায় জন্ম নেমে
তাঁরা ঠিক তোমায় নেবে খুঁজে।
সূর্যের আলোর মত ছিল তোমার বিরত্বের তেজ
আজকে বড়ই কান্না পায় অলস মানুষ তোমার জন্মদিনে কাটায় ছুটির আমেজ।
আজ দেখি ভণ্ড নেতাগিরির প্রহসন.... ,
পরাধীনতার যন্ত্রণা আজও শুনতে পাই ফুটপাতে অভুক্ত শিশুর ক্রন্দনে।
শিক্ষা,স্বাস্থ্য ও জীবিকা-স্বার্থ আর অর্থের লালসায়
বিক্রি হয়!
"মৃত্যু তো শুধু মানুষেরই হয় বীরের নয়",
ফিরে এস প্রিয় নেতাজি ধ্বংস কর দুর্নীতির,
শ্লোগান উঠুক রক্ত আর নয় --
ফিরে আসুক উন্নত বিবেক ও মানসিকতার
সুন্দর সুস্থ সমাজ,
এটাই হোক সেই শপথের দিন নিঃশ্চয়।
--------------**--------------
23/01/2020
বহড়ু,দক্ষিণ 24 পরগনা,জয়নগর।