গোধূলিতে কুসুম প্রস্ফুটিত হবার জন্যই কি কাঁদে!
ঐ আধো আলোতে গগন পানে চেয়ে।
নিকষ অন্ধকারে শশী কাঁদে
অমাবস্যায় কালো হলে।
গভীর রজনীতে রবিরও অশ্রু ঝরে!
গহন গহ্বরের অন্ধকার দর্শনে।
কৃত্রিম আলোতে কিম্বা অকৃত্রিম  অন্ধকারে
অথবা
অকৃত্রিম আলোতে কিম্বা কৃত্রিম অন্ধকারে
বিবর্ণ জলছবির মতো ভেসে ওঠে ছায়াপথ।
মরা অগভীর নদী, অভিশপ্ত  মাঠ, ধূষর মাটি কখন যে অজান্তেই প্রাণ ফিরে পাবে!
এই প্রকৃতির শান্ত শীতল সিগ্ধ পরশ পেলে-
প্রকৃতি আবার শান্ত হবে ।

        ****************
           *************
               *********
                  ******
                    ****
26/04/2020
বহড়ু,