দুনয়ন স্নিগ্ধতা ভরিয়ে দেয়
বহুদূর চলে গেছে এঁকে বেঁকে,
চারিদিকে অনাবিল সুখ দৃশ্য
শুধু সবুজ রঙের আলপনা এঁকে।
ছোট্ট ডিঙি বেয়ে ভেসে যাই-
যেথা ছোটো ছোটো গুল্ম লতার মাধুর্য,
আকাশের নীল রং এর বুক চিরে
পূর্ব দিগন্তে ফুটে ওঠে রক্তিম সূর্য।
অনন্ত সুখ গুন গুনিয়ে ওঠে সুমধুর তানে
হৃদয়ের সবটুকু প্রেম উজাড় করে
সারি সারি বলাকার দলে মিশে আনমনে,
বিশুদ্ধ প্রকৃতির রুপ রঙের সোহাগে আদরে।
জীবনের প্রকৃত সুখানুভূতি এখানেই রাখি ধরে,
ধূসর পঙ্কিলতা, দুষণের নিষ্ঠুরতার যেথা অবকাশ,
যদি কখন ভাবনার সাগরে ডুবে মন আকাশ।
        
     ::::::::;;;;;;;;;::::;;;;;;;;;;;