পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখছো
পৃথিবীটা কত বিস্তীর্ণ!
গভীর খাদের মধ্যে থেকেও
পৃথিবীকে দেখায় সংকীর্ণ।


উন্মুক্ত প্রান্তরে আকাশের নিচে
সহস্র সভ্যতার ঠিকানা;
রবির কিরণে শশী আলোকিত
জ্ঞানের আলোতেই জানা।I


দুঃখের অভিব্যক্তি অশ্রু বিসর্জনে
এতো সবাই জানি;
চরম আনন্দ সুখের দিনেও
চোখের কোণেও পানি!


ভালোবাসা ছাড়া কোন ধর্ম
পৃথিবীর বুকে সৃষ্টি
মানবের মাঝে বিদ্বেষ হানে
কোন অশুভ দৃষ্ট?


অন্ধ গোঁড়ামী আফিনের মতো
কেন মিশে গেছে?
প্রেমের আলোয় মানবের মুক্তি
মানুষ কেন ভুলেছে?
-----------------------