সকাল সন্ধ্যা
          সারা বেলা,


জীবনটা নয়
          শুধু  খেলা।


জনস্রোতে শুধু  
            এগিয়ে চলা,


নানান জনের
        নানা ছলাকলা।


গ্রীষ্ম বর্ষা
       শীত বসন্ত,


লাট্টুর মতো
        জীবন চলন্ত,    


ভালো মন্দ
           সব কিছু ,


সুখ দুঃখ
          পিছু পিছু,


মিলে মিশে
          নিজ গুনে,

সুখের নীড়ে
        বৃথা সন্ধানে।


কে ছোটো
           কে বড়ো,


নিত্য নতুন
        সম্পর্ক গড়ো,


মিলিত হই
             এক সনে,


যন্ত্র যানে
         ভীড় ট্রেনে।


কত সময়কে
        ফেলে পিছনে,


কেনাবেচা চলে
           লোকাল ট্রেনে।


হাসি খুশি
         গল্প গুঞ্জনে,


গতিময় হয়
     ক্ষণিক জীবনে।


মাসের শেষে
       মাহিনা পেলে,


ছুটি দিনে
       বাজারে গেলে।


প্রথম সপ্তাহটা
          আনন্দে চলে,


মনের সুখে
        হাত খুলে।


শেষ সপ্তাহে
           টানা টানি,  


ধার বাকিতে
         সংসারের ঘানি।


কত মানুষের
      ধরনী তলে,


এই ভাবেই
        জীবন চলে।


✝✝✝✝✝✝✝✝
***********


14/03/2020
বহড়ু,জয়নগর।