অদৃশ্য মায়ার টানে মহঃগ্রস্থ
ক্ষণিক জীবন।
কি অপরিসীম লড়াই-
মনজগতের সাথে বহির্জগতে!
কালের ঘুর্ণিবত্ম্যে মিশে আছে-
সকল অসমাপ্ত আত্মজীবনী।
চারিদিকে দেখ চেনা-অচেনা মানুষের ঢল-
কেমন ছন্নছাড়া জীবন!
উদভ্রান্তের মতো দিগ্বিদিক ছুটছে মানুষ;
দেহের অলিন্দে জ্বলছে
বাঁচার জন্য ক্ষুধার আগুন!
অথৈ নীলসমুদ্র হতে-
আশমানের নীল শূণ্যতার মাঝে
কত জীবন্ত প্রাণের আনাগোনা!
হাজার বছর ধরে-
কত পথ পেরিয়েএল কত সভ্যতা!
এখনও জমে আছে-
অজানা রহস্যের দুষ্প্রাপ্য ঠিকানা।


---------------