শতাব্দীর পর শতাব্দী ধরে চলছি এগিয়ে
আমাকে অবলম্বন করে গিয়েছ মাড়িয়ে।
ক্ষতবিক্ষত করেছএ দেহখানিকে শুধু তুমি,
রক্তঝরা কত ইতিহাসের সাক্ষী শুধু আমি।
আজও বারুদের গন্ধ লেগে আছে আমার শরীরে,
কত শিশুর কত নারীর অপমান রেখেছি বক্ষে ধরে।
আঁকা বাঁকা অলিতে গলিতে সবত্র আমার অস্তিত্ব,
পৃথিবীর বুকে যাত্রাপথের আল্পনা আমারই কৃতিত্ব।
তোমাদের নৃত্যদিনের চলারসাথী সেতো আমি!
তোমরা ভুলে গেলেও জানেন ঐ অন্তরযামী।
কত জনপথ কত বানিজ্যদপ্তর পেতেছ আমার দেহের দুপাশে,
বসেছ পসরা সাজিয়ে যেথা হাজার মানুষের সমাবেশে।
শতাব্দী পর শতাব্দী আমার অস্তিত্ব থাকবে টিকে,
তোমাদের কর্মের ফল কালের নিয়মে সবই হবে যে ফিঁকে।
কঠিন পাথরে, সুদৃশ্য মার্বেলে আমার অঙ্গ সাজানো কিন্তুআমার আদি রুপ-রস-গন্ধ ঢাকা,কালো কঠিন রঙে চাপানো।
তোমাদের প্রয়োজনে আমার প্রয়োজন,
কখনও কি শুনেছ ঐনদী ঐগাছএই প্রকৃতির নীরব
ক্রন্দন।
অস্তিত্ব রক্ষায় স্বার্থের লড়াইয়ে কেন মাতামাতি করো?
এইবিশ্ব প্রকৃতির নির্যাস নিয়েই তো দেহ-মন গড়ো!
সেই আদিমতম যুগ হতে বর্তমানে ও অন্তিমে,
আমি ছিলাম আমিআছি মিলিবএকই জীবন-সঙ্গমে।


    -------------------------------
         ------------------------
              -----------------


তাং- 27/11/2019
10:18AM
বহড়ু, দক্ষিণ 24 পরগনা জয়নগর।