তোমার হাতে রঙিন আবির
   আমার হাতটা শূণ্য,
তোমার মনে খুশীর বন্যা
      আমি আজও নিরন্ন!


আমাদের  কথা কেউ ভাবে না
   আমরা আতি দীন,
আমাদের জন্য তোমাদের মুখে
    ভাবনা আসেকি কোনোদিন ?


তোমাদের পোষাকে রঙ লাগলে
    ছিঁড়ে ফ্যালো ডাস্টবিনে,
আমরাও মানুষ দেখো একবার
     মলিন পোষাকে সারাদিনে!


এই সমাজে মাথা উঁচু করে
      চলতে কেনা চায়?
নিষ্ঠুর বিধাতা মোদের ভাগ্যে
      ফুটপাত কেন হায়!


তোমার ছুটেছো অর্থের জন্য
      আমরা যে নিরুপায় !
আমরা ছুটি ক্ষুধার জ্বালায়
      জীবন বাঁচার তাগিদায়।


একদা মহামানব বিদ্যাসাগরই
      মোদের দুঃখে অশ্রু ঝরায়,
নিজের হাতে অঙ্গের বস্ত্র
        মোদের তরে বিলায়।


এই শিক্ষা শুধুই আজও
       বইয়ের পাতায় মুদ্রণ!
কিসের জন্য এই জ্ঞানার্জন
       মুখেই যত সম্ভাষণ !!


তোমাদের আনন্দে আমরা খুশি
      নয়নকে করি সার্থক,
হাসি কান্নার যাত্রা পালায়
     উভয়ের তফাত নিরর্থক।
-------------🐧🐧-----------
28/03/2021
বহড়ু,জয়নগর দক্ষিণ ২৪পরগনা।