অনেক ভোরে উঠেছিলাম,
দেখি তেঁতুল গাছের ডালে
বসে আছে শঙ্খচিল,হাওয়ায় দোলে,
বাসি সকালে আধখানা চাঁদ দেখলাম।


সাইকেলের ঘন্টার শব্দ শুনতে পাই,
ছেলেটা আসে বিড়ি ফুঁকতে ফুঁকতে
আজকের খবরের কাগজটা ফেলে বারান্দাতে,
দুচোখ দুহাতে কচলে কাগজটা কুড়াই।


গতকাল শুনেছিলাম বোমের আওয়াজ,
প্রচুর লোকের চেঁচামেচি আর জটলা
সাইকেলে ফিরছিলাম সেদিন দুপুরবেলা,
খুন! খবরের কাগজে হেডলাইন আজ।


চেয়ারের বাঁদিকে ঘাড় ঘুরিয়ে দেখি,
ঘড়িতে সকাল আটটা বাজে
আমার যে আজ যেতে হবে কাজে,
বাধ্য ছেলের মতো স্নানের ঘরে ঢুকি।


সেই একই কথা, একই ছন্দে পথ চলা,
জীবনের কত কথা না বলা থেকে যায়
আশা নিরাশার দন্দদোলায়,
সময়ের হাত ধরে সময়কে কত অবহেলা।


--------------*******-----‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌------
07/11/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর