শহর থেকে দূরে
----------------------
শহরের সুদৃশ্য ফ্ল্যাটে আমার নরম বিছানা,
সাজানো গোছানো ছিমছাম,
অতি আধূনিক তবুও মনে হয়
কেমন কৃত্রিমতায় গড়া অলিক সান্ত্বনা।
গতানুগতিক জীবন-
নিত্য চলে সেথা বৃত্তাকারে গমন।
বারে বারে শুধু মনে পড়ে যায়-
ফেলে আসা পুরোনো দিনের স্মৃতির পাতায়।
জলছবির মতো ভাসে সেই চিত্রপট,
সবুজে রাঙা আমার গাঁ আর নদীতট।
সকালের মিঠেল রোদ্দুর এসে পড়ে
সম্মুখের মেঠো সরু রাস্তায়,
যেথা নিত্য চড়াই ফিঙেরা এসে নাচে
পড়ে থাকা সোনালী শস্যের খোঁজে।
দুধার সারি বৃক্ষরাজি মাঝে সরু মেঠো পথ ধরে,
মাথায় বিচুলী নিয়ে দূরের গাঁয়ের চাষির দল গিয়েছে কোন ভোরে।
বাঁশের বেড়ার ওপার থেকে
ন্যাঙটা শিশুরা হাততালি দেয়
আর মনের আনন্দে নাচে,
অবুঝ শিশু সরল হাসি
প্রকৃতির সবুজের সাথে মিশে আছে।
ধূ ধূ প্রান্তর নয়ন জুড়ায়
শুধু সবুজ আর সবুজের মেলায়!
নীল আকাশটা নেমে এসেছে
দূর দিগন্তরেখায়!
প্রাণখোলা বিশুদ্ধ বাতাসে
মুক্ত বিহঙ্গের মতো উড়তে চায় মন!
কৃত্রিম জগতে হারিয়ে যাওয়া-ক্ষণিকের জীবন!
শুদ্ধ করিবো ঐ সহজ সরল চেতনাতে,
ভাগ করে নেব আনন্দ সুখ ওদেরই সাথে।
শহরের বাতাসে শুধু ব্যস্ততা আর  বারুদের গন্ধ ভাসে!
জীবনের খাতা চাপা পড়ছে হতাশার চাদরে আর বিষাক্ত নিঃশ্বাসে।
এখানে ধরনীর আঁচল ছায়ায় শান্তি খুঁজে পাই স্বপনে,
জানি এ প্রলাপ হারিয়ে যাবে সবই কঠিন বাস্তব যান্ত্রিক রসায়নে।
তবু বার বার মন চলে যায় ফেলে আসা সেই গাঁয়ে!
সেই মাটিতেই মিশে যেতে চায় এই হৃদয়খানি নিয়ে।
****************
14/10/2020
বহড়ু ,জয়নগর।