আনন্দ তুমি হারিয়ে গেছ!
কভিড19 এর আবির্ভাবে।
রাজনীতির খেলা চলছে
সতর্কবার্তা শুনতে পাবে দূরদর্শনের পর্দায়।
মধ্যবিত্ত মানুষ হারিয়েছে
রোজগারের দিশা প্রতিবাদ করতে চায়
হতাশায় কপাল ঠুকে
বলতে চায়
খেতে পাচ্ছি না যদিও
সতর্কতায় ঘরেই বন্দি তবুও!
দূরত্ব বজায় রেখো!
কাজ নেই: খাদ্য নেই;
দুঃশ্চিতার অন্ত নেই!
এখানে হাজার রাজনীতির নেতৃত্ব
দন্দ যুদ্ধে বৈঠক বসে মুখোমুখি,
এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর
মূল্য ক্রমশ উর্ধমূখী।
ত্রাণের দ্রব্য নিয়ে চলে
কারচুপি, ছলচাতুরী
রাতের অন্ধকারে কত
বীভৎস খেলা চলে লুকোচুরি।
বিনোদনের ক্লাবগুলোতে আর আগের মতো পার্টি বসে না;
হুইস্কি শ্যাম্পাইনে আর
আগের মত ফোয়ারা ওঠে না।
শুধু যন্ত্রনা নিয়ে বেঁচে থাকা।
_____________
29/06/2020