( রচনাকাল: ১৬ই শ্রাবণ ১৪২৯)
        কলমে-----   বিশ্বজিৎ মারিক


আমরা যদি জেগে ঘুমাই
ঘুম ভাঙে কি কখনও?
শুভ দিনটি দেখতে চাই
চুপ থাকবে কি এখনও।
জনগণের হাতে শক্তি আছে
প্রতিবাদের ভাষা নেই,
অন্যায়ের সাথে আপোষ করে
সমস্যা বাড়িয়ে যাই।
মেহনতির রক্ত জল করে
ধনসম্পদ আত্মসাৎ করে
মুষ্টিমেয় লোভীর শোষণের ফলে
জনগণ ভুগে মরে।
অযোগ্য ড্রাইভার গাড়ি চালালে
অসহায় যাত্রী মৃত্যু কবলে
মূর্খকে যদি বসাও সিংহাসনে
রাজ্য পাঠ  রসাতলে।
ক্ষমতার অপব্যবহার করার জন্য
অসুস্থ মানবিক  বৈষম্য
একক ক্ষুদ্র স্বার্থের জন্য
লাখো মানুষ নিরন্ন।
এই ধারাপাত আর কতকাল
সহিবে অসহায় নির্বিচারে
অন্ধ গোঁড়ামি আর কুসংস্কারে
সামাজিক উন্নতি অচল গড়ে।


  **********