ধৌত করো বর্ষা রানী
অবুঝ সবুজ প্রাণে
মিঠেল সুরে সংঙ্গীতে তারে
এসো নতুন আহ্বানে।


মাটির মমতায় নির্যাস সুখ
ভুলতে পারিনা কভু,
বিপদ ঝ্ঙ্ঝা ধ্বংস করে
নির্মল করো প্রভু।  


আমরা মানুষ পুড়ে খাঁটি
সোনার চেয়েও দামী
জীবনের এই কঠিন সময়ে
সতর্কতা যেন মানি।


আশীর্বাদী তুমি বর্ষা রানী
সজল মেঘলা গগনে
পবিত্র বাতাসের কানে শোনাও
শান্তি আসুক শ্রাবণে।


    **********


কলমে------বিশ্বজিৎ মারিক
রচনাকাল- 03/06/2021
বহড়ু আলিপুর, জয়নগর-১
দক্ষিণ ২৪পরগনা পশ্চিমবঙ্গ।