অনেক স্বপ্ন ভরা হৃদয় নিয়ে করেছিলে মাথা উঁচু
কর্পূরের মত কেমন অদৃশ্য হল সবকিছু।
সমঝোতা করতে করতে আজ স্বপ্ন দেখাটাও ছেড়ে দিয়েছি কখন অজান্তেই !
সততার বেড়াজালে বন্দী রেখে মানুষ সফল
কতটুকুই!
হঠাৎই নররুপী নরখাদের লালসার শিকার!
হল যবনিকাপাত আর তথ্য লোপাট!
মাছিগুলো উড়ছে ভন ভন করে!
দিনে ও রাতে কুকুর শিয়ালের  চিৎকার করে!
বিভৎস দুর্গন্ধ বাতাসে ভর করেছে!
লাশটা মাটিতে পোঁতা আছে!
অমানবিক রুপের চিত্র ফুটে উঠেছে বাতাসে।
কি নিঃশংসতা! মানুষ মানুষের হাতে মরে!
ফড়িংটা উড়ছে চারিদিকে
কত যেন ব্যস্ত রেখেছে নিজেকে!
পুকুরের ধারে ঝুলে পড়া গাছের ডালটাতে-
সে বসছে বার বার আপন খেয়ালে।
অতি তুচ্ছ ক্ষুদ্র প্রাণী হলেও ক্ষুধার জ্বালা তার উদরেও আগুন জ্বলে!
কিন্তু স্বজাতির দেহ কখনও ভক্ষণ করে না সে!
কিন্তু ভয়ঙ্কর সময়ের স্রোতে
ভাসিয়ে নিয়ে যায় সব কিছু এই জল বাতাসে!
           --------------
16/03/2020
বহড়ু, জয়নগর।